নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বদর মােকাম সংলগ্ন কস্তুরাঘাট এলাকার খাস জমিতে গড়ে ওঠা দীর্ঘদিনের বসতি উচ্ছেদে অভিযান চালানাে হয়েছে। বুধবার (১৯ জুন) বিকালে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে অভিযান চালানাে হয়। এসময় একটি কাঠের তৈরী ঘর উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে প্রশাসন। উচ্ছেদ করতে যাওয়া এলাকার জমিগুলাে জেলা খাদ্যগুদামের অন্তর্ভুক্ত দাবি করে অভিযান চালানাে হয়েছে। যদিওবা এলাকাবাসীর দাবি, পূর্বে কোন ধরণের নােটিশ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের দীর্ঘদিনের বসতি উচ্ছেদের চেষ্টা করে। অভিযানকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক দেবদাস চাকমা, জেলা খাদ্য গুদামের ইনচার্জ (ওসি) মাে. সালাউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ সবুজ, দিলােয়ারা বেগম, শামসুন্নাহারসহ অনেকে দাবি করেছে, ১৯৮৭ সাল থেকে ওই জমিতে তারা সপরিবারে বসতি করে আসছে। এখানেই তাদের অনেক ছেলে মেয়ের বিয়ে- শাদী হয়েছে। অনেকের আলাদা পরিবার গড়ে উঠেছে। ভূমিহীন অসহায় মানুষগুলােকে কোন ধরনের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না করে এভাবে উচ্ছেদ চরম মানবাধিকার লংঘন। তারা জানায়, উচ্ছেদের পূর্বে প্রস্তুতিমূলক কোন ধরনের নােটিশও দেয়নি সংশিষ্ট প্রশাসন। অভিযানকে ‘অমানবিক, অযৌক্তিক ও অন্যায়’ মন্তব্য করে এলাকাবাসী জানিয়েছে, জনগণের জন্য সরকার। সরকারের জন্যই জনগণ। জনগণ জনপদ ক্ষস্তি হােক -তা কোন সরকল্প চায় না। সরকারের প্রয়ােজনে ভিটেমাটি ছেড়ে দিতে প্রস্তুত তারা। কিন্তু এভাবে নয়। আগে মাথায় গোঁজার ঠাঁই হিসাবে ভূমিহীন মানুষগুলাের বিকল্প বাসস্থান নিশ্চিত করার দাবি তুলেছে এলাকাবাসী।