প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । গত ১০ জুন, ( সোমবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন, ওলামায়েকেরাম জাতির পথপ্রদর্শক। আদর্শ দেশ ও জাতি গঠনে আলেমসমাজের ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। ঐতিহাসিক এ অবদান ও ঈমানী কর্তব্য পালনের ধারাবাহিকতায় নবীন আলেমদেরকেও শামিল হতে হবে। কুরআন -সুন্নাহর আলোকে সমাজবিনির্মাণ ও জাতি গঠনে অবিরাম প্রয়াস চালিয়ে যেতে হবে। ইসলামের বাণী পৌঁছে দিতে হবে প্রত্যেক মানুষের কর্ণকুহরে।
উপজেলা সভাপতি হাফেজ মোরশেদ ফয়েজের সভাপতিত্বে এ অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদের ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, রামু উপজেলা দফতর সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন সভাপতি হাফেজ নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল করিম।
অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য রাখেন, ফতেখারকুল ইউনিয়ন সভাপতি হাফেজ জয়নুল আবেদীন , সংবর্ধিত নবীন আলেম,
রামু উপজেলা প্রচার সম্পাদক মুহাম্মদ নোমান ফয়েজী, খুনিয়া পালং ইউনিয়ন শাখার সহ- সভাপতি হাফেজ সাঈদ হোছাইন, কাউয়ারখোপ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন, কচ্ছপিয়া ইউনিয়নের প্রতিনিধি হাফেজ আতিকুর রহমান রাসেল প্রমুখ ।
এ অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের মধ্যে যারা এ বছর আলেম হয়েছেন সেই নবীন আলেমদেরকে সংবর্ধনা দেয়া হয়।
শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয় ।