নিজস্ব প্রতিবেদকঃ
সৌদিআরবের পবিত্র মক্কা নগরীর সারামনছুর থেকে হারিয়ে যাওয়া কক্সবাজারের সাদ’কে (১৩) দীর্ঘ ৪৬ দিন পরে পাওয়া গেছে।
৪ জুন সকালে পবিত্র সৌদি আরবের মিছফালাহ নামক এলাকায় তার সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাদের চাচা জাকের আহমদ ও শামছুল আলম। তবে, সে এতদিন কোথায় ছিল? কিভাবে হারিয়ে গিয়েছিল? কার বাড়িতে ছিল? এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। সে সুস্থ হয়ে গেছে।
সাদ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের ওমর ফারুকের ছোট ছেলে।
স্বপরিবারে তারা দীর্ঘদিন ধরে সৌদিআরবে বসবাস করে।
গত ২০ এপ্রিল সৌদিআরবের পবিত্র মক্কা নগরীর সারামনছুর থেকে হারিয়ে যায় সাদ। এ বিষয়ে সংবাদ প্রকাশ করে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)। সৌদি আরবের স্থানীয় প্রশাসনকে অবগত করে তার পরিবার।
এদিকে, দীর্ঘদিন পরে হলেও অক্ষত ও সুস্থ অবস্থায় সাদকে ফিরে পাওয়ায় মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন পিতা ওমর ফারুক, চাচা জাকের আহমদ ও শামছুল আলম।