মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সরকারি-বেসরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা ও টিটি কলেজের জন্য ২০১৯ সালে মোট ৮০ দিবস ছুটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা’র উপ সচিব মুর্শিদা শারমিন কর্তৃক গত ২৩ ডিসেম্বর স্বাক্ষরিত ১৪৫৯ নং স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ অনুমোদিত ছুটি ঘোষনা করা হয়। এছুটির মধ্যে ধর্মীয় এবং জাতীয় দিবস ছাড়াও প্রতিষ্ঠান প্রধানের জন্য ১ দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে। একই প্রজ্ঞাপনে ২০১৯ সালের ২১ মে থেকে ৩০ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ৩০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ২০ মে ফলাফল প্রকাশ, ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা ও ১০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে বলে একাডেমিক সময়সূচীতে উল্লেখ করা হয়েছে।