বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীক নিয়ে ষষ্ঠবারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। কেন্দ্র এজেন্টদের পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে মতে, জেলার ১৭৬টি ভোট কেন্দ্রে মধ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮ হাজার ৭১০ ভোট। বেসরকারী ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী নৌকা বীর বাহাদুর উশৈসিং ৮৮ হাজার ২৯২ ভোটে ষষ্ঠবারের মত নির্বাচিত হয়েছে।