ডেস্ক নিউজ:
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ঢাকা-৮ আসনের ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন্‌। আজ সকাল নটার দিকে ভোট দেন তিনি।

ভোট শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল সন্ধ্যা ও রাতে নৌকায় সিল মারার খবর পাওয়া গেছে। এটা উদ্বেগজনক যা বঙ্গবন্ধু ও শহীদদের সঙ্গে বেঈমানী করার শামিল। তিনি বলেন, ভোটের শেষটা দেখতে চাই। জয়ের ব্যাপারে আশাবাদী। তরুণদের ভোট দিতে আহ্বান জানান তিনি।

ড. কামাল বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত। আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবোজ্জ্বল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।
– ভয়েস অব আমেরিকা: