অনলাইন ডেস্ক : ঢাকা-১০ আসনের রাজধানী সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সকাল ৮টায় প্রধানমন্ত্রীর ভোট দেয়ার মাধ্যমে এ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি জয় হবে। নৌকার জয় হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন,বাংলার জনগণ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিএনপি-জামাতকে মানুষ প্রত্যাহার করবে। কেননা বিএনপি-জামাত সন্ত্রাসী দল।

তারা আমাদের অনেক মানুষকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণ যে রায় দিবে তা মেনে নিব। যতোদিন ক্ষমতায় ছিলাম ততোদিন শান্তিপূর্ণ নির্বাচন করার চেষ্টা করেছি। নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনা বলেন, যথেষ্ট আতœবিশ্বাস রয়েছে জনগণের ওপর। উন্নত জীবন যাপনের জন্য জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন।