দুবাই সংবাদদাতা:
সংযুক্ত আরব আমিরাতে উখিয়া উপজেলার প্রবাসীদের “এক খন্ড উখিয়া” দেখার প্রত্যয় নিয়ে আগামী ৩০শে নভেম্বর মিলনমেলার আয়োজন প্রসঙ্গে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার সময় ডেরা-দুবাই (রেডিশেন ব্লো হোটেল) সংলগ্ন পার্কে প্রবাসী জসিম উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভায় জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন তোফাইল আহাম্মদ।
বিশেষ বক্তা ছিলেন দিদারুল আলম আব্বু, জয়নাল আবেদীন জয়, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ ইব্রাহীম ও সাইফুল ইসলাম।
এই সময় আরো উপস্থিত ছিলেন – নুরুল ইসলাম, শফিউল আলম, মোহাম্মদ ইউসুফ, শামশুল আলম, মিজানুর রহমান, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বেলাল, অলী আহাম্মদ ও জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভায় উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী্।
পরিশেষে সবার সম্মতিক্রমে “এক খন্ড উখিয়া” দেখার স্বপ্ন বাস্তবায়নের রূপ নিতে আগামী ৩০শে নভেম্বর দুবাইস্হ “মামযার পার্কে” আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে উখিয়ার সকল প্রবাসী ভাইদের জীবন মানের উন্নতি কামনা করে সভার সমাপ্ত ঘোষণা হয়।