মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে একসাথে আপন ২ ভাই বিচারকের দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তাঁর আপন বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী। দুই সহোদরের মধ্যে ছোট ভাই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জম্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করার পর ধানমন্ডী ল’ কলেজ থেকে এল এল বি পাশ করে ১৯৮৩ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসাবে যোগদান করেন। হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পান। ২০১৩ সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ লাভ করেন। তাঁর আপন বড় ভাই আবু বকর সিদ্দিকী ১৯৫৪ সালের ২৯ জুলাই জম্ম গ্রহণ করেন। ১৯৮০ সালে জুডিশিয়াল সার্ভিসে উত্তীর্ণ হয়ে মুন্সেফ হিসাবে যোগদান করেন। আবু বকর সিদ্দিকী ১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি পান। চাকুরীর শেষ দিকে ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান। হাইকোর্ট বিভাগের দায়িত্বপালনরত বিচারপতিদের ক্রম তালিকায় ২৫ নং এ থাকাবস্থায় বিচারপতি আবু বকর সিদ্দিকী গত ৯ অক্টোবর দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেন। বিচারপতি আবু বকর সিদ্দিকী সম্পর্কে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপন বড় ভাই হলেও পরে নিয়োগ পাওয়ার কারণে বিচারপতি আবু বকর সিদ্দিকী আপীল বিভাগের বিচারপতিদের ক্রমতালিকায় ছোট ভাইয়ের জুনিয়র বিচারপতি হিসাবে একই বিভাগে দায়িত্বপালন করছেন। মজার ব্যাপার হলো, সহোদর দুই বিচারপতির সহধর্মীনিও পরস্পর আপন ২ বোন। বিচারপতি আবু বকর সিদ্দিকীর স্ত্রীর ইমিডিয়েট আপন ছোট বোনকে বিয়ে করেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সে হিসাবে বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সম্পর্কে আপন ভায়রা ভাই। আপন সহোদর ও আপন ভায়রা ভাই একসাথে সর্বোচ্চ আদালতে বিচারপতি হিসাবে দায়িত্বপালন করা সুপ্রীম কোর্টের ইতিহাসে একটা রেকর্ড। বিচারপতি আবু বকর সিদ্দিকী বয়সের কারণে ২ বছর পর অবসরে গেলেও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চাকুরীর বয়স আরো ৪ বছরের বেশী থাকায় বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগ পাওয়ার সম্ভাবনা খুব বেশী। এছাড়া বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।