ডেস্ক নিউজ:
চট্টগ্রাম নগরের বাকলিয়া, ডবলমুরিং ও পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযানে ছাত্র শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ডবলমুরিং থানা ছাত্র শিবিরের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদুল আলম এবং থানা ছাত্র শিবিরের সেক্রেটারি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল মিনহাজ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরীর জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকা থেকে সাতজন ও রসুলবাগ আবাসিক এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল শিবির নাশকতরা পরিকল্পনা করার জন্য গোপন বৈঠকে মিলিত হচ্ছে। আটককৃতদের যাচাই-বাছাইয়ের কাজ চলছে।’

এদিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ ব্যাংক কলোনি, ঝর্ণাপাড়া, হালিশহরের মইন্যাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আট শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। ’

এছাড়া নগরীর পতেঙ্গায় নুর মোহাম্মদ নামে ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।