মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলজিএসপি-৩ প্রজেক্টের আওতায় জনসাধারণ অংগ্রহনে ‘উন্মুক্ত ওয়ার্ড সভা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ১নং ওয়ার্ডের উত্তর মেধা কচ্ছপিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজন সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতা। সততা, সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এলাকার সবাইকে। সভায় ১নং ওয়ার্ডের উন্নয়নে বিভিন্ন দাবি প্রধান অতিথির সামনে উপস্থাপন করেন মান্যগন্য ব্যক্তিরা। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পর্যায়ক্রমে এসব দাবিগুলো এলাকাবাসিকে সাথে নিয়ে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।
খুটাখালী ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার সেলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উত্তর মেধা কচ্ছপিয়া স.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবরিনা ববি, খুটাখালী ইউপির সচিব হুমাইয়ুন কবির, উদ্যোক্তা শওকত আজম, মাষ্টার আবুল কালাম আযাদ, কামাল উদ্দিন ও মোহাম্মদ ইউনুস।
সভায় এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আকবর, মোস্তাক আহমদ, জয়নাল আবেদীন, ওসমান গণি, শফিউল ইসলাম মানিক, মৌলভী আমান উল্লাহ, ইমরানুল হক, শাহিন সোলতানা, রুবি আকতার, রিফাত জুবাইদা, সেলিনা আকতার, নুর হাসেম, এনামুল হক, হামিদুল করিম, একেরামুল হক, মোজাম্মেল হক, ছৈয়দুল হক, ছালেহ আহামদ, জামাল উদ্দিন, এহেসানুল হক, কামাল উদ্দিন, শফিউল আলম, নুরুল ইসলাম, বদি আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।