জে .জাহেদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হাটহাজারী ও খুলশী থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপাচার্য।
বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, কিছুদিন আগে হঠাৎ একটি বিদেশি নাম্বার থেকে কল করে গালিগালাজ শুরু করে এক ব্যক্তি। পরে আমাকে দালাল উল্লেখ করে জবাইয়ের হুমকি দেওয়া হয়। এর কয়েকদিন পর আমার মোবাইলে একটি বার্তায়ও হুমকি দেওয়া হয়।
জিডির বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর ও খুলশী থানার শেখ মো. নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।