রুবেল বড়ুয়া , রামু :

শিশুদের কাছে খোকা, বাংলার আপময় জনসাধারণের কাছে শেখ মুজিব , গ্রাম বাংলা বয়োজৈষ্ঠ্যর কাছে হক সাহেব এবং সারাবিশ্বের কাছে যিনি বঙ্গবন্ধু, তিনিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি ভৌগোলিক সীমারেখায় মধ্যে দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিনিই গুরুত্ব ভুমিকা পালন করেন। তিনি হচ্ছেন সা¤্রাজ্যবাদবিরোধী আন্দোলনের মূর্ত প্রতীক। যাঁর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ সাবেক ফরিদপুর আর বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি পিতা মাতার তৃতীয় সন্তান। ছোটকাল থেকে যিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। ১৯৩৯ সালে অবিভুক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহারাওয়ার্দী গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শন এল বঙ্গবন্ধু স্কুলের ছাদ দিয়ে পানি পড়ত তা সারাবার সাধারণ ছাত্রদের পক্ষ থেকে দাবি তুলে ধরেন। ১৯৪৭ সালে কোলকাতা বিশ^বিদ্যালয়ে অধীনে ইসলামিয় কলেজ থেকে বি. এ পাশ করেন। ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র হলে কোলকাতায় দাঙ্গা প্রতিরোধ তৎপরতায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৪৮ ঢাকা বিশ^বিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং ৪ জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আইন পরিষদে পূর্ব পাকিস্থানের জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিবে বলে ঘোষণা দিলে তাৎক্ষণিক-ভাবে বঙ্গবন্ধু এর প্রতিবাদ জানান। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থন ও নেতৃত্বদান করেন তিনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পরবর্তীতে স¦াধীনতার সংগ্রাম হিসেবে পুনঃরুপ ধারণ করে। বাংলার প্রতিটি আন্দোলনে একটি নাম বার বার প্রতিফলিত হয়েছে তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর চোখে-মুখে একটিই স্বপ্ন বাঙালি জাতির অধিকার পুনরুদ্ধার করা যা ১৭৫৭ সালে পলাশি প্রান্তরে হারিয়ে যায়। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি সেনাবাহিনীর বিপথগামী একটি অংশ । ক্ষমতালোভী হায়নার দল ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে জাতির পিতার পরিবারকে। ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডটি ঘটায়। বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী শোকের দিন আজ। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে সূর্যের তেজদীপ্তমান জাতির বীর সন্তানকে।


Email : rubel.ramu1@gmail .com , Mobile : 01813-997606