সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানের নৌকা প্রতীকের পক্ষে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ অব্যাহত রয়েছে।

বুধবার জোহরের নামাজের পর থেকে পৌরসভার ১১নং ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রার্থীকে সাথে নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। গণসংযোগে নেতৃত্ব দেন চট্টগ্রামের সিংহ পুরুষ সাবেক সিটি মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত এক পথসভায় ব্যারিষ্টার নওফেল বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধিন বর্তমান সরকারই পারবে আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন করতে, তাই পর্যটন নগরী কক্সবাজারকে বদলে দিতে দলমত নির্বিশেষে উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকায় ভোট দেয়া ছাড়া অন্যকোন প্রতীকে ভোট দিলে নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে যাবেন। পৌরবাসীর প্রতি একটি বিষয় পরিস্কার ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় নেতা নওফেল আরো বলেন, ‘সারাদেশের সিটি কর্পোরেশনসহ সব জায়গায় এখন নৌকার জয়জয়কার চলছে, সচেতন মানুষের বুঝতে পারছেন-“নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়”।

সে জন্যে আগামী ২৫ জুলাই নৌকায় ভোট দিয়ে মরহুম পিতার ¯েœহভাজন চাচা মুজিবুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান জুনিয়র মহিউদ্দিন চৌধুরী।

এর আগে প্রতিদিনের বৃহত্তর ১১নং ওয়ার্ডের পিডিবি কলোনি, টিএন্ডটি কলোনি, বিসিক ও পানি উন্নয়ন বোর্ডের কলোনি, খাদ্যগোদাম, পশ্চিম নতুন বাহারছড়া, কবরস্থান পাড়া, গোল চত্তর ও সার্কিট হাউস রোড হয়ে প্রেসক্লাব মোড় পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন মুজিব চেয়ারম্যান। গণসংযোকালে শত শত নারী-পুরুষ ভোটারের ভালবাসায় সিক্ত হন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদ, নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান, এডভোকেট তাপস রক্ষিত, আবু তাহের আজাদ, বদরুল হাসান মিল্কী, এড. জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, শাহজাহান বাপ্পী, নুরুল আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজিম, ওসমান গণি, নাসির উদ্দিনসহ স্ব-স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নৌকার সমর্থক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।