ফারদিন বিন ফরিদ :

কুতুবদিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, জাতীয় দৈনিক আমার কাগজ ও দি গুড মর্নিং-এর সহ-সম্পাদক, জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠের প্রধান সম্পাদক, জাতির আলোর উপদেষ্টা সম্পাদক এবং মেসার্স দ্বীপ কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো: আকতার হোছাইন কুতুবীর পিতা কুতুবদিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম আব্দুল কুদ্দুছ কুতুবীর ৮ম মৃত্যুবার্ষিকী গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে মরহুমের আত্মার মাগফেরাত কামনার্থে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল ও গরিব-দুঃখী অসহায়দের খাদ্য বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়।

গতকাল দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কক্সবাজার থানার পেছন রোডস্থ পত্রিকার ব্যুরো কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে মরহুমের আব্দুল কুদ্দুছ কুতুবীর বিভিন্ন ভালো দিক নিয়ে আলোকপাত করা হয়। তিনি কুতুবদিয়া শিক্ষানুরাগী সমাজসেবক হিসেবে বেশ পরিচিত ছিলেন। মরহুম মো. আব্দুল কুদ্দুছ কুতুবী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও মরহুমের বড়ছেলে সাংবাদিক আকতার কুতুবীর আয়োজনে অনুষ্ঠিত আমন্ত্রিত সকল অতিথিদের সাথে কুশল বিনিময় করেন স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, কুতুবদিয়া বড়ঘোপ সদর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা এডভোকেট মো. ফরিদুল ইসলাম চৌধুরী ও উপদেষ্টা কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মো. আখতারুল আলম।