মোঃ মিছবাহ উদ্দিন, ঈদগাঁও:
বৃহত্তর ঈদগাওর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশন এর আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২ জুন ১৮ ইং (রবিবার) বিকেলে ঈদগাও নিউস্টার হোটেল হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।  সংগঠনের সহ-সভাপতি মুফিজুর রহমানের সভাপতিত্বেে, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায়,কোরান তেলোয়াত করেন সাংবাদিক হাফেজ বজলুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একঝাঁক মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন “আমরা মুক্তিযোদ্ধা সন্তান” কক্সবাজার জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ঈদগাও সাংগঠনিক উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কাফি আনোয়ার। এ সময় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন হাফেজ মৌলানা তৈয়ব জলাল।
বক্তারা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল কর্যক্রম চালিয়ে আসছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বিশেষ করে বইমেলা উৎযাপনের মধ্যদিয়ে সংগঠনটি বৃহত্তর ঈদগাওর সকলের মাঝে পরিচিতি লাভ করেছে।
উপস্থিত অতিথিরা সংগঠনকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন এএসআই মহি উদ্দিন,কবি আবু নাছের ভুট্টো, সাংবাদিক শেফাইল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক নুরুল হুদা, শাখাওয়াত হোসেন, ছৈয়দ আকবর, আবছার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইদ্রিস, মোঃ কায়সার, মোঃ রাসেল, ছরওয়ার কামাল, কমিউনিটি পুলিশিং নেতা হারুনর রশিদ, ছাত্রনেতা মোঃ সোহেল রানা ও আলমগীর।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান বাইতুন, মোঃ রাসেল, কায়ুম, সরওয়ার, সোহেল রানা শিমুল, আমানুল্লাহ আমান, রবিউল আলম, আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত মোঃ হারুন, জামাল হোসেন, রেজাউল করিম, মোঃ লেদুসহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক লোকজন।
আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ বজলুর রহমান। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।