রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে সিঙ্গাপুর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সিঙ্গাপুর স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিঙ্গাপুর আওয়ীমী লীগের সভাপতি সালাউদ্দিন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংন্দী জেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদের সঞ্চলনায় এতে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের আহবায়ক কে এইচ আল আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি জাকির হোসেন জ্যাক, সহ-সভাপতি আলেক হোসেন, সিঙ্গাপুর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ সোবহান, সিঙ্গাপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক জে পি তালাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সিঙ্গাপুরে আওয়ামী পরিবারের মধ্যে ঐক্যের ভূয়াষী প্রশংসা করেন এবং সকলের জন্য অনুকরণীয় বলে অবিহিত করেন, বক্তব্যে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময় বলেন পবিত্র রোজার মাসে কোন প্রতিবেশী যেন অনাহারে না থাকে সেদিকে লক্ষ রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এবং ঈদের খুশী সবাইকে ভাগ করে নেওয়ার জন্য সকলে সহযোগিতা করতে বলছেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।