মোঃ ফারুক, পেকুয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং ভারতে অবস্থানরত বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম। রবিবার (১৩মে) সন্ধ্যা ৭ টায় কুয়ালালামপুরের হোটেল ফার্স্ট বিজিনেস ইনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা নুর কামালের পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জাতীয়তাবাদি ফোরামের সভাপতি ইমন সাঈদ। মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ রুমমান উদ্দীন হৃদয় জিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়াস্থ যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইলিয়াস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস,এম বশির আলম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন, সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মাছুম, সাবেক সভাপতি সেরদাং যুবদল নাজমুল হাসান, যুগ্ম-আহবায়ক স্বেচ্ছাসেবক দল শ্যামপুর থানা মোঃ হেলাল শিকদার ,যুগ্ম-সাধারণ সম্পাদক কুয়ালালামপুর মহানগর যুবদল সাজ্জাদুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, অাইন বিষয়ক সম্পাদ সালাউদ্দিন কাজল, সাদ্দাম হোসেন জয় (রামু), নাছির উদ্দিন মাসুম (বাঁশখালী), মোরশেদ আলম (পেকুয়া), সাইফুল ইসলাম (চকরিয়া), শোয়াইব (বাঁশখালী), মোঃ হাসেম (কুমিল্লা) প্রমূখ৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস বলেন, বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে এর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের ফরমায়েশি রায় অবিলম্বে স্থগিত করে নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি ইমন সাঈদ সমাপনী বক্তব্যে বলেন, সালাহউদ্দিন আহমদ শুধু একজন নেতাই নন, তিনিই কক্সবাজারবাসিকে স্বপ্ন দেখিয়েছেন আর আগামির কক্সবাজারও তিনিই গড়তে পারবেন। সালাহউদ্দিন আহমদ অসুস্থ হলে পুরো কক্সবাজারবাসিই যেন অসুস্থ হয়ে পড়েন।ইনশাল্লাহ তিনি দ্রুত মুক্তি লাভ করে বীরের বেশে দেশে ফিরবেন।