ক্ষমতার দ্বন্দ্ব

প্রকাশ: ২৬ এপ্রিল, ২০১৮ ০৭:৫৩ , আপডেট: ২৬ এপ্রিল, ২০১৮ ০৭:৫৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


  • – সাইয়্যিদ মোহাম্মদ আবুল আ’লা

ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
থেমে যায় নিষ্পাপ শিশুর মুখের হাসি।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
অকালে ঝরে পড়ে অসংখ্য প্রাণ রাশি রাশি।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
ঝরে যায় সাজানো বাগানের ফুটন্ত ফুলগুলো।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
হাজার বছরের সাধনায় গড়া কীর্তি ও যশ হয় এলোমেলো।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
সভ্য মানুষগুলো রক্ত চক্ষু মেলে বন্য পশু হয়ে জাগে।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
নরপশুগুলো পৃথিবীর সকল মানবতা ভাঙ্গে।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
নিভে যায় প্রাণের সাড়া জনপদ ভরে উঠে অসংখ্য লাশে।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
শেয়াল আর শকুনেরা ইরাক, সিরিয়া, আফগান গ্রাসে।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
জন্ম নেয়, ‘বোকো হারাম’, ‘আইসিস’ আরো কত জঙ্গী।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
রক্ত নদী, লাশের মিছিল, বারুদের ধোঁয়া এই পৃথিবীর সঙ্গী।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
আরাকান কাশ্মীর সহ পৃথিবীর দেশে দেশে চলে জেনোসাইড।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
পরাশক্তির দেশে যুগ-যুগান্তর লেগে থাকে স্নায়বিক ফাইট।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
প্রচন্ড উত্তাপে ভয়ংকর এক আলোক রশ্মি বিচ্ছুরিত হয়।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
এটমের কণাগুলো তীব্র উচ্ছাসে জলে উঠে বিশ্বময়।।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
অভিশপ্ত ‘আজাজীল’ জনমের দুঃখ ভুলে প্রাণ খুলে হাসে।
ক্ষমতা তোমার দ্বন্দ্বে,
জানিনা আর কত নিরীহ মানুষের কান্না রয়েছে মিশে।।