মো: গোলাম মোস্তফা ( দুঃখু )

যুদ্ধ করো , রাষ্ট্র নাও
আমাদের তোমরা মুক্তি দাও।
আমি শিশু কিনা মানুষ
রক্তের মিছিলে ভুলে গেছি।

একটু দাঁড়াও পানি খেয়ে নেই,
তার পরে আবার গুলি চালাও।
আমার নরম দেহে, কান্না করবো না ।
আওয়াজ তুলবো না,
বাঁচতে এমন নিষ্ঠুর পৃথিবীর মাঝে।

মাটি আজ লাল হয়েছে তোমাদের খুশিতে।
সিরিয়ার আকাশে মৃত্যুর দেবতা
যখন খুশি তখন বোমা মারবে আমার ঘরে
দেবতার মালিক খুশি হবে আমার দেহ দেখে।

অনেক বার বলেছি আমাদের কে বাঁচাও !
আর বলবো না বাঁচার কথা ,
বিবেকহীন পৃথিবীর মাঝে ।

আমি মায়ের পেটে পরম সুখে
ঘুমিয়ে ছিলাম আরাম করে।
হঠাৎ বিকট শব্দ হলো !
ঘুম আমার কেরে নিলো
মায়ের গর্ভের দেশে।

মা অনেক ইচ্ছে ছিলো
পৃথিবীর আলোর মাঝে
তোমাকে দেখবো নয়ন ভরে।

ঘুম আমার চলে গেলো
মায়ের শীতল দেহের পরশ পেয়ে।
এক মিনিটে আমার চার পাশ রক্তের সাগর ,
আমি মায়ের পেটে একি দেখছি ।
রক্তের সাগরে নিজেকে দিলাম ভাসিয়ে
বিদায় সিরিয়া, বিদায় বিবেকহীন পৃথিবী।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী
চট্টগ্রাম।