বশিরুজ্জামান

১।

একুশ তুমি

একুশ তুমি লাশের পাহাড়

রক্তভরাট নদী,

করুণ সুরে বুকের ভেতর

বইছো নিরবধি।

একুশ তুমি ভাই হারানো

স্মৃতিগাঁথা দিন,

মনের মাঝে কাঁন্না হয়ে

বাজাও শোকের বীণ।

একুশ তুমি কৃষ্ণচূড়া

শিমুল পলাশ ফুল,

মায়ের কাছে প্রথম শেখা

মিষ্টি মধুর বুল।

২।

একুশ মানে

একুশ মানে বর্ণমালা

একুশ মানে ভাষা,

একুশ মানে বেঁচে থাকার

স্বপ্নরঙিন আশা।

একুশ মানে নতুন সকাল

একুশ মানে আলো,

একুশ মানে মনের ভেতর

প্রীতির প্রদীপ জ্বালো।

একুশ মানে ভোরের পাখি

একুশ মানে গান,

একুশ মানে দুঃখ ভুলার

বাঁশির মিষ্টি তান।