শাহেদ মিজান, সিবিএন:
রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির কাছে ভেজাল চাল সরবরাহ করছে ডিলাররা। বুধবার সন্ধ্যা ৭টায় ঝিলংজাস্থ ডব্লিউএফপির খাদ্যগুদামে সরবরাহকালে এক ট্রাক ভেজাল চাল জব্দ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন জানান, মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গাদের জন্য বর্তমানে খাদ্য সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি সরকারের সাথে চুক্তির প্রেক্ষিতে ডব্লিউএফপিকে এই চাল সরবরাহ করছে খাদ্য অধিদপ্তর। অনেকদিন ধরেই অভিযোগ আছে, খাদ্য অধিদপ্তর এবং ডব্লিউএফপিএর বাংলাদেশী কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে খুবই নিম্নমানের ও ভেজাল চাল সরবরাহ করা হচ্ছে। এই অভিযোগে ভিত্তিতে এক ট্রাক নিন্মমানের চাল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, নিম্নমমান এর চাল ভর্তি ট্র্যাকটি প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও কক্সবাজার ডব্লিউএফপির কর্তৃপক্ষের সাথে কথা চলছে।