মো: গোলাম মোস্তফা (দুঃখু)

বসন্ত তোমায় স্বাগত জানাই
নতুন সকালের মাঝে ।
এসেছো তুমি নতুন আলোয়
নতুন খবর নিয়ে।

শীতের নিরবতা আজ বিদায় নিলো
তোমার আসা দেখতে পেয়ে।

সাজবে আবার নতুন করে
গাছের ডালের পাতা।
ফুলের মাঝে প্রাণ এসেছে
বসন্ত হাওয়া দেখে।

মনিমালার প্রাণ এসেছে
বসন্ত তোমাই পেয়ে।
আমার চোখ সুখ পেয়েছে
মনিমালা কে দেখে।

আমি চুপ!
মনিমালা কে দেখে
বসন্ত বাতাসের মাঝে
মনিমালার শরীর নাচে।

আমার বসন্ত,
মনিমালার সুখ দেখে।
হাজারো নারীর চুলে
থাকবে তুমি বসন্ত সকালে।
তুমি হাসবে !
মনিমালা চুলে খোঁপায় বসে।

মো: গোলাম মোস্তফা (দুঃখু)

লেখক :
বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।