হে মুজিব

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০১:২৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


-আবু নাঈম মোহাম্মাদ রাহাত

হে মুজিব,
তুমি বাঙ্গালির এক নাম,
তোমাকে নিয়ে অনেকে রটায়
হিংসা কিংবা বদনাম।

হে মুজিব,
তুমি বাংলাদেশের মান,
আজও আমরা তোমাকে নিয়ে
গাই যে কত গান।

হে মুজিব,
দেশের জন্য দিয়েছো তুমি জান,
এ কারণে বেড়ে গেল তোমার
মান মর্যাদা সম্মান।

হে মুজিব,
তুমি ছিলে খুব সরল,
এখনো লোকের মুখে শুনি
তোমার মত মানুষ বিরল।

হে মুজিব,
তুমি বাঙ্গালির অহংকার,
আজও বাজে জাতির মাঝে
তেমার সেই হুঙ্কার।
(চকরিয়া, ডুলাহাজারা, কক্সবাজার