আজকাল আইনের ধারা বদলাচ্ছে, যোগ হচ্ছে। সাংবাদিকদের প্রতিহত করার জন্যও ধারা তৈরী হচ্ছে। কিন্তু সাংবাদিকরা যে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে মার খাচ্ছে, তার জন্য কোন ধারা কি তৈরী হচ্ছে? হচ্ছে না। সাংবাদিকদের বিপক্ষে ধারা থাকলে, পক্ষে কেন থাকবে না? কিছু কাজ আছে যেটা সাংবাদিকদের গোপনীয়তা অবলম্বন করে করতে হয়। সেটাকেও আইন গুপ্তচর বলে আখ্যায়িত করল। সাংবাদিক হল সমাজের দর্পন, আর সেই সাংবাদিককেই বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে? আজ সাংবাদিকরা আইনের বেড়াজালে বন্দী হয়ে অনেক সত্যকে দেখেও তুলে ধরতে পারছে না। তবে কি কোন মহলের স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের আইন দিয়ে বেঁধে দেওয়া হল? আজ সাংবাদিকরা নীপিড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে, তবুও কোন আইনের ধারা নেই তাদের পক্ষে। কেন?
খন্দকার মো. তারেক
০১৮১৯৪৮০৭৩৪