মহান বিজয় দিবস বাঙ্গালীর জীবনে এক পরমানন্দের দিন – হাবিব উল্লাহ সওদাগর


শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

১৬ ডিসেম্বর বাঙ্গালীর জীবনে এক পরমানন্দের দিন, শৃঙ্খল ভাঙ্গার দিন। স্বাধীন আকাশে মুক্ত পাখির মত উড়ে বেড়াবার দিন। স্বাধীনতার এ মাসে দাড়িয়ে স্মরণ করছি আমাদের আত্মত্যাগী ভাইবোনদের। যারা প্রাণের বিনিময়ে ফিরিয়ে এনেছেন আমাদের মাতৃভূমি। ১৯৭১ সালের এ দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট হয়। বাংলাদেশের এ বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এদেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ। আমরা শ্রদ্ধাভারে স্মরণ করছি লাখ লাখ বীর শহীদদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা। আমরা পেয়েছি যে বিজয়। সে বিজয় অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের কিছু মানুষরূপী নরপশু। বিজয়ের ৪৬ বছর পরও সে নরপশুদের বিচার হয়নি। মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচার হতেই হবে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি মক্কা সৌদি আরব শাখা কর্তৃক আয়োজিত ২৮ ডিসেম্বর বৃহষ্পতিবার ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি হাবিব উল্লাহ সওদাগর উপরোক্ত কথাগুলো বলেন।

এদিন শরাইয়া তায়েফ মেইন রোডস্থ আল ফুফি পেট্রোল পাম্পের পিছনে সাহাদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল জেদ্দা এফ.এম বোরহান উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর কনসুলেট জেদ্দা মোহাম্মদ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু পরিষদ মক্কা মহানগর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন আলহাজ¦ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ও সার্বিক সহযোগিতা করেন সাইফুল ইসলাম, আবদু শুক্কুর, মোঃ ইদ্রিছ, নাঈম উদ্দীন, সালামত, ফরিদুল আলম, নুরুল ইসলাম, সাহাব উদ্দীন, আলমগীর।