খালেদ হোসেন টাপু, রামু:
রামুতে ইয়াবা সেবন এবং পরিবারের ওপর হামলার অভিযোগে বিভিন্ন মেয়াদে ৩ জনকে বিনাশ্রম কারাদ- দিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলি। মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হল- (ইয়াবা সেবনে অভিযুক্ত) খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং দারিয়ারদিঘী এলাকার দানু মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৫), সোনা মিয়ার ছেলে মহিউদ্দিন (২২) কে ৬ মাস করে এবং মা-বাবার ওপর হামলায় অভিযুক্ত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকুল এলাকার নাজেম উদ্দীনের ছেলে রমজান আলী (৩৬) কে ১ বছরের বিনাশ্রম কারাদ-ে দ-িত করা হয়। এদিকে সোমবার রাতে রামু থানার এএসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে।