এম এনাম হোসেন, সংযূক্ত আরব আমিরাত : 

সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকদের মধ্যে আবারো প্রান চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে। দীর্ঘদিন স্থবিরতা কাটিয়ে প্রবাসী সাংবাদিকদের  সংগঠন প্রসাসেফিরে এসেছে প্রানের স্পন্দন। শুক্রবার বিকালে দুবাইয়ের কে জি এন রেষ্ঠুরেন্টে আমিরাতে কর্মরত সাংবাদিকরা পূর্বনির্ধারিত জরুরী সভায়প্রসাসের পূরাতন কমিটি মেয়াদোত্তীর্ন হওয়ায় সভায় উপস্থিতি সভ্যগনের মতামত নিয়ে নতুন  আহবায়ক কমিটি গঠন করেন।নতুন কমিটিরআহবায়ক হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়  প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবছার তৈয়বীকে ও সচিবের দ্বায়িত্ব দেয়া হয় প্রসাসের প্রতিষ্ঠাতাসাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারকে। আবছার তৈয়বীর সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন, প্রসাসেরবিলুপ্ত কমিটির  উপদেষ্ঠা একুশে টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার,সাবেক সভাপতি ও এন টিভি প্রতিনিধি শিবলী আল সাদিক, বাংলা টিভি আবুধাবী প্রতিনিধি ও সাবেক সহ সভাপতি আবদুল মান্নান, নিউজ ২৪ প্রতিনিধি কামরুল হাসান জনি, ৭১ টিভি প্রতিনিধি লূৎফর রহমান, বাংলানিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বাংলা এক্সপ্রেস প্রতিনিধি খোরশেদুল আলম, এশিয়ান টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন শিকদার, এস এন এন২৪ প্রতিনিধি এম এনাম হোসেন, সি এন এন অনলাইন টিভি প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী,সপ্রবাস নিউজ প্রতিনিধি আমিনুল হক। সভায়নতুন আহবায়ক কমিটি  আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ গঠনতন্ত্র তৈরী ও নতুন কার্যকরী কমিটি ঘোষনা করার অঙ্গিকার করেন।