এম.এ আজিজ রাসেল:

মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করছে। ইতোমধ্যে কক্সবাজারে নির্মাণ করা হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শীঘ্রই এই স্টেডিয়াম আধুনিকতায় রূপ নিবে। এছাড়া ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও সরকার প্রত্যক্ষভাবে সহযোগিতার করে যাচ্ছে। আন্তজার্তিক ও জাতীয় পর্যায়ে অনেক মেধাবী খেলোয়াড় কক্সবাজারের হয়ে প্রতিনিধিত্ব করছে। যা জেলাবাসীর সুনাম আরো সমৃদ্ধ করছে। আগামী বছরেই কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে একটি আধুনিক জিমনেশিয়াম নির্মাণ করা হবে। এতে করে খেলোয়াড়রা ক্রীড়া চর্চার প্রতি আরো উৎসাহিত হবে। ২২ অক্টোবর রবিবার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামের লন টেনিস মাঠে কক্সবাজার চায়নিজ উশু একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী উশু ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কক্সবাজার চায়নিজ উশু একাডেমীর সভাপতি ও উশু ক্যাম্পের আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, পালস এর প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উশু ক্যাম্পের প্রধান সমন্বয়কারী এপিপি এড, অরুপ বড়–য়া তপু ও কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন। মুহাম্মদ আজিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান, উশু ক্যাম্পের সদস্য সচিব সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, সাংবাদিক এম.এ আজিজ রাসেল, ব্যবস্থাপক গিয়াস উদ্দিন ও প্রধান প্রশিক্ষক ছিদ্দিকুল ইসলাম।