বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পুলিশি অভিযানে ৮ হাজার পিচ নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবাসহ ৪জন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিক উল্লাহ বলেন,পুলিশ সুপার সন্জিত কুমার রায়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শম্পারানী সাহার নেতৃত্বে কর্মকর্তাসহ একদল পুলিশ বুধবার রাতে পৌর শহরের টিঅ্যান্ডটি আমতলী এলাকায় অভিযন চালায়। এ সময় কলা ও জাম্বুরা বোঝাই একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় ৮হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। ইয়াবা বিক্রেতা কক্সবাজার জেলার টেকনাফ থানার সৈয়দ আলম ড্রাইভার, নুর হোসাইন, নুর আলম এবং আবদুল হককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বৃহস্পতিবার সকালে। ডিবি পুলিশ পৃথক অভিযানে এক সপ্তাহ আগে বান্দরবান থেকে আরও ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ২জন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে। আটককৃতদের ককসবাজার জেলা বলে পুলিশ জানান

বান্দরবানে ভিটামিন এ ক্যাপসুল খাবানো হবে ৭২ হাজার শিশুকে

বান্দরবান প্রতিনিধি

আগামী ৫ আগষ্ট বান্দরবান জেলার ৭টি উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবনো হয়েছে শিশুদের মধ্যে। এবারে জেলায় ৭১ হাজার ৬২টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাবানো হবে। তথ্য মতে ৬ থেকে ১১ মাস বয়সী ৮হাজার ৫১১টি শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬২ হাজার ৫৫১টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাবনোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাজিব ঘোষ এসব তথ্য দেন। এসময় বান্দরবান সিভিল সাজন এর সিনিয়র স্বাস্থ্য কমকতা ও ডা: রিপন কান্দি দাশ। এদিকে স্বাস্থ্য বিভাগ থেকে এবারও বিশেষ ব্যবস্থায় জেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ও সীমান্ত এলাকাসমুহের শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাবানোর লক্ষ্যমাত্রা ধরা হলেও কার্যত সেই লক্ষ্যমাত্রা বরাবরের মত অর্জন না হওয়ার আংশকা বিরাজ করছে।