ইমাম খাইর, সিবিএনঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করছে পর্যটকবাহী প্রমোদ তরী কেয়ারী ক্রুজ এন্ড ডাইন।

অভিজাত জাহাজটি বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় টেকনাফের দমদমিয়া জেটিঘাটে থেকে যাত্রী নিয়ে সেন্টমার্টিনে উদ্দেশ্যে রওনা দিবে।

একই প্রতিষ্ঠানের পর্যটকবাহী অপর জাহাজ কেয়ারী সিন্দাবাদ যথারীতি আগের সিডিউলে চলাচল করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেয়ারী ট্যুরস এন্ড সার্ভিসেস লিমিটেডের এজিএম এবং ট্যুরিজম বিভাগের প্রধান এসএম আবু নোমান।

তিনি বলেন, প্রশাসনের অনুমোদনের  পরও প্রয়োজনীয় সংস্কার কাজের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে কেয়ারী ক্রুজ এন্ড ডাইন চলাচল বন্ধ ছিল। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অতীতের মতো পর্যটন সেবায় আমরা বদ্ধ পরিকর।