মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সেচ প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন( বিএড়িসি) উদ্যোগে
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার দেশে মহামারী করোনা কালে সকল শ্রেণীর মানুষের খবর নিয়েছেন অর্থসহায়তা দিয়ে। এর ধারাবাহিকতায় সাধারণ কৃষকের কথা চিন্তা করে সেচের সহায়তার জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন যাতে কৃষকরা করোনার ক্ষতি পুষিয়ে উঠতে পারে। এছাড়াও তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তোলে ধরে বলেন পাহাড়িজনপদের সকল মানুষের কথা চিন্তা করে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য এলাকার উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন। তাই তিনি মন্ত্রী বীর বাহাদুরের হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষক সমিতির গ্রুপের সভাপতিদের হাতে প্রণোদনার চেক তুলে দেন। এতে কম্বুনিয়া,আসারতলি
চাকঢালা,জারুলিয়াছড়ি, সোনাইছড়িসহ বিভিন্ন এলাকার কৃষক দের এ চেক হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএড়িসি) রাংগামাট রিজিওন এর নির্বাহি প্রকৌশলী মোহাম্মদ সাহেদ,বান্দরবানের সহকারি প্রকৌশলী আবু নায়েম, উপ-সহকারি প্রকৌশলী বিদু ভূষন তালুকদার, কৃষক সমিতির সভাপতি আলি হোসেন মেম্বার, ফরিদুর আলম মেম্বার, মওঃ নজির হোছাইন, আব্দুর রহিম সাবেক মেম্বার, ফয়েজ উল্লাহ, আবদুল গফুরসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।