মুহাম্মদ শাহ জাহান, আমিরাতঃ
রাস আল খাইমাহ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শাম অঞ্চলে জেলেদের জালে একত্রে ধরা পড়েছে ৫০ টন ওজনের বিভিন্ন মাছ। শনিবার মাছ ধরার জাল ভাসিয়ে অভূতপূর্ব পরিমাণে এ মাছ ধরে তারা।

মাছের পরিমাণ এতটাই বেশি ছিল যে, বাজারে নিয়ে যাওয়ার জন্য ৫০ টি কার্ভাট ভ্যান গাড়ির ব্যবহার করা হয়েছিল।

স্থানীয় তিন জেলে এবং এশিয়ান মৎস্য শ্রমিকরা ধরা পড়ার পরে একটি ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

তিন আমিরাতি জেলেদের একজন আবদুল্লাহ মোহাম্মদ জানান, অভূতপূর্ব ধরা পড়া মাছের ওজন প্রায় ৫০ টন। বিশেষ ফিশিং জাল নিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে শামের তীরে পৌঁছেন তারা।

তিনি আরও জানান, গত বছর ২০ টন পর্যন্ত মাছ ধরা পড়েছিল।
রাস আল খাইমা ফিশারম্যান সোসাইটির ডেপুটি চেয়ারম্যান হুমায়দ আল জাবি জানান, এবার ধরা পড়া বেশিরভাগ মাছ হ’ল দিয়াওহ মাছ। এটি একটি অভিবাসী মাছ এবং সাধারণত সস্তা দরে ​​বিক্রি হয়।

এশিয়ান এক জেলে মুহাম্মদ সুলাইমান জানান, প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় তিনি হতবাক হয়েছিলেন।
এটি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে ‘রিজক’ (উপহার) এবং আশা করি অস্থিতিশীল ও গরম আবহাওয়ার কারণে এটি আমাদের সাম্প্রতিক ক্ষতি পূরণ করতে সহায়তা করবে।