মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় বেসরকরী সংস্থা কারিতাসের উদ্যোগে ৬মাস ব্যাপী টেকনিক্যাল ট্রেনিং কোর্স সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে ট্রেনিং ক্যাম্পাসে স্থাপিত মোবাইল টেকনিক্যাল সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক টেকনিক্যাল অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মজনুর রহমান, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়া, কারিতাস স্যাপলিং সমন্বয়ক মোহাম্মদ ইয়াহিয়া আহমদ, কারিতাস মাঠ কর্মকর্তা কামাল উদ্দিন, ইনস্ট্রাক্টর কবির আহামদ। এ সময় প্রধান অতিথি নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, ভবিষ্যতে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। শেষে তিন ট্রেডের প্রশিক্ষণে উত্তীর্ণ ৪৫জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।