শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৭ সেপ্টেম্বর দুপুরে রশিদ নগরে এ দূর্ঘটনা ঘটে। এর আগের দিন ডুলাফকির (রহ.) রাস্তার মাথায় আরো একটি দূর্ঘটনা ঘটেছিল।
বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে একটি এস.আলম বাস (যার নং ১১-০২০৬) এর চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। পানিরছড়া গ্যারেজের থলিয়াঘোনা টার্নিং পয়েন্টে রাস্তার পাশে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে গাড়ীর সব যাত্রী কমবেশি আহত হন। তবে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলম দূর্ঘটনার খবর নিশ্চিত করেন। তাৎক্ষনিক স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন। খবর পেয়ে রামু থানা ও তুলাবাগান হাইওয়ে পুলিশের ২টি দল ঘটনাস্থলে আসে।