আবুল আলী, টেকনাফ:
টেকনাফে ৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক ও ১ বাংলাদেশীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. রুহুল আমিনের ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত হলেন, মিয়ানমারের মংডু হাসসুরাতার আবুশ বশরের ছেলে হাফিজুল্লাহ(২৪), বুসিডং কিতারবিলের নজু মিয়ার ছেলে মো: জামিল (২৪), নারি বিলের মৃত হোছনের ছেলে বদি আলম (৪৫), টেকনাফ উপজেলার ধুমপাড়ার মৃত সোবহান হাওলাদারের ছেলে মো: আলী (৪৫)।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে তাঁরা শাহপরীর দ্বীপের সমুদ্র এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে ভোরে মাছ ধরার একটি ট্রলারে তাঁরা তল্লাশি চালায়। ট্রলারে মাছ রাখার বাক্সে ৮ লাখ ইয়াবা পাওয়া যায়। এসময় ট্রলারে থাকা ৪ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।