বাংলাট্রিবিউন : অক্টোবর মাসের শুরুতেই মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তার এই সফরের দিন-তারিখ এখনও ঠিক হয়নি। মাদক ও সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে এ সফর হলেও রোহিঙ্গা শরণার্থীর ইস্যুটিই সফরে প্রাধান্য পাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে মন্ত্রীর মিয়ানমার সফরের কথা রয়েছে। তবে এখনও সেই দিন-তারিখ নির্ধারিত হয়নি।’ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, জানতে চাইলে অপু বলেন, ‘সীমান্ত সমস্যা, মাদক পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে সফরে আলোচনা হবে। এছাড়া, রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় থাকতে পারে।’
এর আগে, গত ৬ সেপ্টেম্বর চাল আমদানির চুক্তি করতে মিয়ানমারে যান খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।