প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়ার কুতপালং-এ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পালংখালী ও বালুখালীতে অসহায় শরণার্থীদের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ২শ পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করেন পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে। এ সময় নেতৃবৃন্দ শরণার্থীদের আস্বস্থ করে বলেন, আপনাদের পাশে আছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের থাকার ও খাবার সু-ব্যবস্থা হচ্ছে। পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র নেতৃত্বে ত্রাণ বিতরণ করায় হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুচ, জামসেদ আলম জনি, আমিরুদ্দিন, মোহাম্মদ শাওন, মহিউদ্দিনসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।