সাতকানিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ সুপার

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
মহাসড়ক যানজটের পাশা-পাশি চুরি-ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ এবং মাদকদ্রব্য পাচার রোধে ভুমিকা রাখছে হইওয়ে পুলিশ। যার কারনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দেশের বিভিন্ন মহাসড়কে রাতের বেলায় চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন ইউনিটের হাইওয়ে পুলিশ ৪ লক্ষ ১৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। গত ১০ সেপ্টেম্বর রোববার বিকাল সাড়ে ৪টার সময় দোহাজারী হাইওয়ে থানা চত্ত্বরে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে হাইওয়ে কুমিল্লা জোনের পুলিশ সুপার পরিতোষ ঘোষ এ কথা বলেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম.এ. রাজ্জাক রাজ, দোহাজারী তথ্য কেন্দ্রের আইসি বিদ্যুৎ বড়–য়া। হাইওয়ে থানার এসআই মো. শরীফ হাসানের সঞ্চালনায় ও কন্সটেবল রাসেল হোসেনের কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া ওপেন হাউস ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম. নাসির উদ্দিন বাবলু, দোহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়ন নেতা আবদুল মালেক , লোকমান হাকিম ও মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।