ক্রীড়া ডেস্ক:

বিসিবি সভাপতি নাজমুল হাসানশনিবার দুপুর থেকে দেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে বেশি উচ্চারিত নাম মুমিনুল হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ‍মুমিনুলকে না দেখে বিস্মিত হন বহু ক্রিকেটপ্রেমী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও এই বাঁহাতি ব্যাটসম্যানকে দলে না দেখে অবাক হয়েছিলেন।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কোচ ও নির্বাচকদের সঙ্গে সভা শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, ‘পরিকল্পনা ভিন্ন থাকতে পারে, তবে মুমিনুলের দলে থাকা নিয়ে আমি কোনও সমস্যা দেখি না। ১৪ জনের জায়গায় ১৫ জনের দল করে দিলেই হতো। মুমিনুলের মতো খেলোয়াড় স্কোয়াডেই নেই। এটা দেখতে যে কারোরই খারাপ লাগবে। আমরা এই বিতর্কে যাব কেন? ১৫ জনের দল করে মুমিনুলকে রেখে দিলেই সমস্যা মিটে যেতো।’ মুমিনুল অবশ্য এক দিন পরই সুখবর পেয়েছেন। চোখের সমস্যায় মোসাদ্দেক হোসেন বাদ পড়ায় প্রথম টেস্টের দলে রাখা হয়েছে তাকে। তবে তার আগে সমালোচনার ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে।

মুমিনুলের মতো টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যানের বাদ পড়াকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন নাজমুল হাসান, ‘প্রথম টেস্টের দলে শুরুতে মুমিনুলের না থাকা ছিল দুঃখজনক। সে যে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। মুমিনুলকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার সময় আমরা চেয়েছিলাম সে যেন টেস্টে আরও মনোযোগ দিতে পারে। ওকে আমরা টেস্ট বিশেষজ্ঞ হিসেবে দেখছি। তাই সে টেস্ট দলে না থাকলে যে কারও খারাপ লাগবেই।’

মুমিনুলের প্রশংসা করে বিসিবি প্রধান বলেছেন, ‘মুমিনুল টেস্ট দল থেকে বাদ পড়ার মতো খেলোয়াড় নয়। আমি তো মনে করি, টেস্টে ওর সামনে বিশাল ক্যারিয়ার রয়েছে। মুমিনুলকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সে আমাদের দেশের সম্পদ। ওকে যথাযথ মূল্যায়ন করেই যেন সুযোগ দেওয়া হয়, তা আমরা নিশ্চিত করবো।’

নাজমুল হাসানের ধারণা, মুমিনুল ‘পরিস্থিতির শিকার’ হয়ে বাদ পড়েছিলেন শুরুতে, ‘মুমিনুল কেন বাদ পড়েছিল তা নিয়ে আমি কথা বলেছি। ও আসলে পরিস্থিতির শিকার হয়েছে। মুমিনুলের সঙ্গে কোচ কথা বলবে, আমিও কথা বলবো। ওকে বোঝাবো যে মন খারাপ করার কোনও কারণ নেই।’