ভাবতে বসি

প্রকাশ: ১৩ আগস্ট, ২০১৭ ১২:১৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু )

আমি গর্বিত
জন্ম বাঙ্গালীর ঘরে,
আমি তৃপ্ত
স্বাধীনতা মাখা অন্তরে।

আমি নয় রিক্ত
আগামী দিনের বিশ্বাসে,
আমি জলে সিক্ত
বুক ভরা নিঃশ্বাসে।

আমি লজ্জিত
স্বাধীন দেশে কেন পরাধীনতা,
আমি চমকিত
আজো বন্দী শিকলে কেন জনতা।

আমি বিবর্জিত
আজো কর্ণে বাজে সেই ধ্বনি,
আমি শোকাহত
অকালে মুজিবের কুলখানী।

আমি ভাবাহত
বাঙ্গালীর মুখে ফুটবে হাসি,
আমি আশাহত
যুদ্ধাপরাধীর হবেই ফাঁসি।

লেখক: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ,
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম