হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্টিত হয়েছে। ১০ আগস্ট সকাল ১১টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্ততি সভার সভাপতিত্ব করেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় অনুষ্টিত জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ, হৃীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, আবুল কালাম, বাহারছড়া আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দীন, সিরাজুল ইসলাম সিকদার, মনির উল্লাহ, আবদুর রহমান বাহার, আলমগীর চৌধুরী, রাকিব আহমদ মেম্বার, সদরের চেয়ারম্যান শাহাজাহান মিয়া, শাহ আলম মেম্বার, এবিএম আবুল হোসেন রাজু, আমান উল্লাহ আমান, সরওয়ার আলম, আবদুল হক, আবদুল গফফার মেম্বার, শাহ আলম মেম্বার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী টেকনাফ পৌর কাউন্সিলর কুহিনুর আক্তার। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।