চীফ রিপোর্টার, সিবিএন:
কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার তল্লাশী করে দুটি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৩৫৪৭৫ পিচ ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ (৫০) নামে এক মাঝিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রলারটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে মাছ ধরার ট্রলারে তল্লাশী করে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল্লাহ শহরের সমিতিপাড়ার মৃত বাচা মিয়ার ছেলে ও একজন মাছ ধরার ট্রলারের মাঝি।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন তথ্যে’র ভিত্তিতে ট্রলারটি তল্লাশী দুটি দেশীয় তৈরী অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৩৫৪৭৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করা হলেও পরে তার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট্য ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।