সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল দেওয়া আপিলের রায় নিয়ে সব ধরনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত সমালোচনামূলক বক্তব্য আদালতে তুলে ধরলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন এসব প্রতিবেদন সম্পর্কে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশিত ওইসব প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘গঠনমূলক সমালোচনার বাইরে গিয়ে যদি কেউ সমালোচনা করেন তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হবে। সরকার বা বিরোধী দল কারও ফাঁদে পড়বো না। তাই গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য।’
প্রসঙ্গত,এর আগে বুধবার জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ সরকারের বিভিন্ন মন্ত্রী সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় এবং রায়ের বিভিন্ন অংশ নিয়ে সমালোচনা করেন। বৃহস্পতিবার সেসব প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে তা আদালতে উপস্থান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।