গত ৯ই আগষ্ট দৈনিক কক্সবাজারসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত

বার্তা পরিবেশকঃ

আমি শাহেদুল আলম রানা,সুদীর্ঘ ছাত্র রাজনীতির সাথে বেড়ে ওঠা একটি নাম,আমি উড়ে এসে জুড়ে বসা হাইব্রীড কেউ নয়। রাজনৈতিক ও সামাজিক ভাবে আমার পারিবারের সুনাম ও ইতিহাস রয়েছে। আমার পিতা জনাব শামসুল আলম (সাবেক মেম্বার) ১০নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের টানা দুইবার জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ ১৭ বছর জনগনের সুখ, দু:খের সেবক হয়ে সততা ও নিষ্টার পুরস্কার হিসেবে সম্মানিত ইউ,পি সদস্যদের গোপন ব্যালেটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এমনকি তিনি কক্সবাজার পৌর আওয়ামীলীগ ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। স্কুলে অধ্যায়নরত থাকা কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানীত হয়ে ছাত্রলীগে যুক্ত হয়। ছাত্র থাকাকালীন অবস্থায় আমি শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক, ৯নং ওয়ার্ড কমিশনার শ্রদ্ধেয় বড় ভাই, হেলাল উদ্দিন কবির, সাবেক সদস্য সচিব, জেলা সেচ্ছাসেবকলীগের সা:সম্পাদক সহযোদ্ধা, কায়সারুল হক জুয়েলের নেতৃত্বাধীন শহর ছাত্রলীগের আওতাধীন নতুন বাহার ছড়া ইউনিটের সাধারন সম্পাদক ও শহর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলাম। বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০২ সালে কক্সবাজার সিটি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। পাশাপাশি বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, কক্সবাজার জেলার মাটি ও মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা, ত্যাগী ও পরিক্ষিত নেতা, আমার রাজনৈতিক পথচলার অনুপ্রেরনা, পিতৃতুল্য, জননেতা, জনাব মুজিবুর রহমান চেয়ারম্যানের একান্ত সহকারী হিসেবে কাজ করি এবং তার নির্দেশে আমি শ্রমিকলীগে অন্তর্ভুক্ত হয়।যখন নিজ যোগ্যতার সহীত রাজনীতিতে নিজেকে দাড়ঁ করাতে সক্ষম হয়েছি, ঠিক তখনি এক সময়ের শীর্ষ সন্ত্রাসী,পুলিশের তালিকাভুক্ত, কক্সবাজার জেলার আলোচিত হত্যাকান্ডের মুল আসামী,শ্রমিকনেতা নামধারীর নেতৃত্বে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে। আমার যোগ্য নেতৃত্ব ও একজন সংগঠক হিসেবে আমার রাজনৈতিক দক্ষতা, অভিজ্ঞতার আলোকে গত ০৩/০৭/২০১৬ইং তাং জেলা শ্রমিকলীগের সভাপতি, জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক, শফিউল্লাহ আনসারী ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন স্বাক্ষরিত আমাকে আহবায়ক ও ৮ জনকে যুগ্ন-আহবায়ক করে ৯জন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। আমার সাংগঠনিক দক্ষতা ও গতিশীল নেতৃত্বে যখন পৌর শ্রমিকলীগের ১২টি ওয়ার্ডে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের সু-সংগঠিত করি পূর্বের ন্যায় কুচক্রী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট করার পাঁয়তারা শুরু করে। তারই ধারাবাহিকতায় আমার প্রিয় তৃনমূলের কর্মী ও শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকায় বার বার ব্যর্থ হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে আমি/আমার পরিবারের সম্মানহানী করার লক্ষ্যে মিথ্যা অপবাদ,ও অপ-প্রচার চালিয়ে ভিত্তিহীন, ভুয়া, বিবৃতি দিয়ে গত ৯ আগস্ট স্থানীয় পত্র-পত্রিকা ও অনলাইনে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছে যা আমার দৃষ্টিগোছর হয়েছে।

উক্ত বিবৃতিতে কল্প-কাহিনী ছাড়াও আমাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয় জেলা শ্রমিকলীগের সভাপতি/সাধারন সম্পাদক স্বাক্ষরিত পৌর শ্রমিকলীগের আহবায়ক কমিটির যথাযথ প্রমান উপস্থাপন করতে বলে। যা আমি আজকে বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে সভাপতি/সম্পাদকের স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির অনুমোদনের কপি উপস্থাপন করতে করিলাম। হাস্যকর ব্যাপার হলো যদি তাঁরা আহবায়ক কমিটির অনুমতি না দেন তাহলে কিভাবে আমি শাহেদুল আলম রানা এতবছর দায়িত্ব পালন করে আসছি। আমার গতিশীল নেতৃত্বে পৌর কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কর্মসূচী পালন সহ অতীতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে হাজার হাজার নেতাকর্মি নিয়ে জনসভায় যোগদান সর্বশেষ পহেলা মে দিবসে প্রায় তিন হাজার নেতা কর্মি নিয়ে পাবলিক হল ময়দানে অংশ গ্রহন করি। যা শ্রমিকলীগের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পরিতাপের বিষয় হচ্ছে জেলা নেতা পদবীধারি এদের কুকর্ম, দখলবাজি, চাঁদাবাজিও অন্যায় আবদার না রাখায় তারা আমার বিরুদ্ধে পরিকল্পীতভাবে অপবাদ রটাচ্ছে। একসময় যার নুন আনতে পান্তা ফুরাতো, রাজনীতিকে ব্যবসা হিসাবে বেছে নিয়ে সেই নেতা নামধারী রাতারাতি আঙ্গুল ফুলে কিভাবে এত সম্পদের মালিক বনে গেছে, আমি কক্সবাজার জেলার আপামর জনসাধারণ ও সচেতন নাগরিকের কাছে প্রশ্ন রাখলাম। যার নামে শহরের বিভিন্ন স্থানে সাইনবোর্ড ঝুলানো জমি ও রয়েছে। আমি তাদের কু-কর্মের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদ করায় থাকায় আমাকে নিয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে পূর্বের ন্যায় সংবাদ প্রকাশ করে আসছে। প্রকাশিত বানোয়াট, মিথ্যা বিবৃতির বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি,আমার রাজনৈতিক ইতিহাসে আমার বিরুদ্ধে কোন অভিযোগ,অপকর্ম, বা কোন সস্ত্রাসী কর্মকান্ডের প্রমাণ দিতে পারলে আমি কথা দিলাম স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে আমি আমার রাজনীতি ছেড়ে দেব। উক্ত প্রকাশিত কাল্পনিক বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন সহ দলীয় নেতাকর্মী ভাইদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারি:

শাহেদুল আলম রানা

আহবায়ক

কক্সবাজার পৌর শ্রমিকলীগ।

মোবা:০১৮৩০১৯১৯১৯