চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. সাঈদ (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে অপরাধী স্বীকার সাপেক্ষে তাকে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌর শহরের গ্রামার স্কুল রোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক যুবক চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

ছাত্রীর পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে বখাটে যুবক চকরিয়া গ্রামার স্কুলের ৭ম শ্রেণিতে পডুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বখাটে সাইফ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এসময় তাকে জোরপূর্বক টমটম গাড়িতে তুলে নেয়ার চেষ্টা চালায়। ঘটনাটি দেখে আশপাশের লোকজন ও স্কুলের সহপাঠিরা এগিয়ে আসলে ওই ছাত্রী বখাটের হাত থেকে রক্ষা পায়। পরে ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশ বখাটে সাইফকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক বখাটে সাইফকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।