প্রেস বিজ্ঞপ্তি :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে, মাসব্যাপী কর্মসূচী গ্রহণের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপত্বিতে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এর সঞ্চলনায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-মোস্তাক আহমদ চৌধুরী, এড. এ.কে.এম. আহমদ হোসেন, সালাহ উদ্দিন আহমদ সিআইপি, আশেক উল্লাহ রফিক এম.পি, এড. আমজাদ হোসেন, শাহা আলম চৌধুরী রাজা, আজিজুর রহমান বিএ, এড. বদিউল আলম সিকদার, শফিক মিয়া, জাফর আলম চৌধুরী, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী মেয়র, জাফর আলম চৌধুরী, কানিজ ফাতেমা মোস্তাক, ইউনুছ বাঙ্গালী, প্রিয়তোষ শর্মা চন্দন, কমর উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার বদিউল আলম, নুরুল আবছার চেয়ারম্যান, এস.এম. কামাল উদ্দিন, শফিকুল কাদের শফি, শফিউল আলম চৌধুরী, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, কাজী মোস্তাক আহমদ শামীম, এম.এ. মঞ্জুর, হেলাল উদ্দিন কবির, আবু তাহের আজাদ, আবু হেনা মোস্তফা কামাল, আলহাজ্ব মোকসুদ মিয়া, সোনা আলী, গিয়াস উদ্দিন, আদিল উদ্দিন চৌধুরী, আবুল হোসেন কোম্পানী, নুসরাত জাহান মুন্নি, জি.এম. আবুল কাসেম, বদরুল হাসান মিলকী, মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, ড. নুরুল আবছার, এইচ. কে আনোয়ার, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু উজ্জ্ল কর, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহামুদুল করিম মাদু, টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বশর, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক মোহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, জেলা ওলামা লীগ সভাপতি নুরুল আলম সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রহিম উদ্দিন, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদিকা তাহমিনা চৌধুরী লুনা, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।

সভায় শুরুতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কাল রাতে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাপত্তা পালন করা হয়। সভায় জেলা আওয়ামীলীগ গৃহিত মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ৪আগষ্ট বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিল, ১১ আগষ্ট কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে বিনা মুল্যে গরীব ও হত দরিদ্র মধ্যে চিকিৎসা সেবা প্রদান, ১৪ আগষ্ট বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও ১৫ আগষ্ট সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করণ এবং কাল পতাকা উত্তোলন, সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ ও জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান সকাল ৯ টায় শোক র‌্যালীতে যোগদান, দুপুর ১২ টায় কাঙ্গালী ভোজের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মাসব্যাপী কর্মসূচী সফল করার লক্ষ্যে ১৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। জেলার আওতাধীন সকল উপজেলা ও সাংগঠনিক উপজেলাকে অনুরূপ কর্মসূচী পালন করার নির্দেশ প্রদান করা হয়। আরো বিস্তারিত কর্মসূচী প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।