আগামী বুধবার থেকে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০১৭।’
ইমোগো স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে এই আয়োজন মাঠে গড়াবে ২৬ জুলাই। ফাইনাল ম্যাচ হবে ২৯ জুলাই। ছয় দলের অংশগ্রহণে প্রতিযোগিতার ফাইনালসহ সবগুলো ম্যাচ হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রতিযোগিতার কনভেনার খালেদ মাসুদ পাইলট।
ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের অ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলম ও ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।
নিজ বক্তব্যে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো মাস্টার্স ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। ওয়ালটন গ্রুপ গতবছরও এ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিল। এবারও ওয়ালটন গ্রুপ প্রতিযোগিতার টাইটেল স্পনসর। আমি মনে করি এ টুর্নামেন্ট একটি মেলবন্ধন। পূর্বসূরীদের সঙ্গে উত্তরসূরীদের মেলবন্ধন, যেটা খুবই প্রয়োজন। যারা এ দেশের ক্রিকেটের ভিত গড়ে দিয়েছেন তাদেরকে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন। আমরা এখন ক্রিকেট বিশ্বের প্রতিষ্ঠিত একটি দল। আমরা কাউকে হারাতে পারি না এটা কিন্তু কেউ এখন বলতে পারবে না। আমরা পারি। আর এ সামর্থ্যটা একদিনে আসেনি। যারা দেশের ক্রিকেটের ভিত গড়ে দিয়েছেন তারাই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন আমরাও পারি। এবার তাদের নিয়েই আমাদের মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। এটা প্রাণের মেলা। সবার সাথে সবার দেখা হবে। আবারও খেলা হবে।’
‘ক্রিকেট আমাদের দেশের এখন সবথেকে জনপ্রিয় ইভেন্ট। আমাদের দেশকে ব্র্যান্ডিং করার সবথেকে বড় জায়গাও হল ক্রিকেট। আমাদের ক্রিকেটাররা সেই মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছে। বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্র তৈরি করে দেওয়ার মাধ্যম হলো ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। সুন্দর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এর সফল পরিসমাপ্তি কামনা করছি।’
ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘প্রথমত এ টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। কারণ এমন টুর্নামেন্টের জন্য যে উদ্যম, স্পৃহা এবং ধৈর্য্য প্রয়োজন তা বলে বোঝানো যাবে না। এজন্য আয়োজকরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবারের টুর্নামেন্ট আরও জাঁকজমকপূর্ণ হবে গতবারের থেকে। বিসিবিকেও ধন্যবাদ, কারণ বিসিবি সহযোগীতা না করলে এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। সৈকতের শহর কক্সবাজারে খেলা উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি। এটা শুধু খেলা নয়, এটা একটা মিলনমেলা একটা উৎসব।’
জাতীয় দল, এ-দল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিবেন। অংশগ্রহণকারী ছয়টি দল হচ্ছে- একমি রাজশাহী মাস্টার্স, বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ মাস্টার্স, এক্সপো অলস্টার্স মাস্টার্স, ইস্পাহানী চিটাগাং মাস্টার্স, র-ন্যাশন ঢাকা মেট্রো মাস্টার্স ও টাইটান্স খুলনা মাস্টার্স।
গত বছর মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আসরেও স্পনসর হয়েছিল ওয়ালটন গ্রুপ। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা মাস্টার্স।
কক্সবাজারে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু বুধবার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।