অনলাইন ডেস্ক:
ভারতের রাজধানী শহর দিল্লিতে নারী-পুরুষ উভয়ের মধ্যেই লিঙ্গ পরিবর্তনের হার বেড়েছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনটিতে বলা হয়, ১০ বছর আগে লিঙ্গ পরিবর্তনের হার এত বেশি ছিল না। তখন মাসে ১/২ জন আসতেন লিঙ্গ পরিবর্তনের জন্য। এখন দিল্লির সংশ্লিস্ট হাসপাতালগুলোতে প্রতি মাসে ৩/৪ জন করে আসছেন লিঙ্গ পরিবর্তনের জন্য।
দায়িত্বরত চিকিৎসকরা লিঙ্গ পরিবর্তনের জন্য আগত ব্যক্তিদের তারা যে লিঙ্গে পরিবর্তিত হতে চাচ্ছেন সেই লিঙ্গের মানুষের মতো জীবনাচরণে অব্যস্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন। যদি ছয় মাস তারা এটি সফলতার সঙ্গে করতে সক্ষম হন তবেই সার্জারি করাবেন সংশ্লিষ্ট চিকিৎসক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।