মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও
স্ত্রীর দায়েরকৃত মামলা কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্বামী জসিম উদ্দীন।
১৩ জুলাই বেলা ১২ টার দিকে কক্সবাজার আদালতপাড়ায় হামলার ঘটনাটি ঘটে।
এ সময় অপহরণের চেষ্টার অভিযোগে এনে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন স্বামী জসিম উদ্দীন।
একমাত্র সন্তান ওমর কাদেরের নিরাপত্তা চেয়ে ৪ ব্যক্তিকে বিবাদী করে সাধারণ ডায়েরী করা হয়। যার নং ৯৮৫/১৩-৭-১৭।
ডায়েরী সূত্রে জানা যায়, সদরের ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ার ইমাম শরিফের কন্যা জান্নাতুল ফেরদৌসের সাথে ইসলামপুর ইউনিয়নের খানঘোনা গ্রামের হাজী গোলাম কাদেরের পুত্র জসিম উদ্দীনের বিয়ে হয়। বিয়ে পরবর্তী তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় স্ত্রী কক্সবাজার আদালতে সিআর মামলা ৫৬০/১৭ দায়ের করে।
ওই মামলায় ১৩ জুলাই হাজিরা দিতে গেলে বেলা ১২টার দিকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও তার ৩ সহোদর আয়ুব আলী, রবিউল আলম ও রেজাউল করিম তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় কোর্টে আগত লোকজনের সহযোগিতায় সে রক্ষা পেয়েছে। কিন্তু স্ত্রী কৌশলে তার ৯ মাসের সন্তানকে ফেলে যায় এবং প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।